নিজস্ব প্রতিবেদন : রামনবমীর মিছিলে রাষ্ট্রপতির ছবি। আর তা নিয়েই চরমে উঠেছে বিতর্ক। রামনবমী উপলক্ষে উত্তর কলকাতায় এদিন একটি শোভাযাত্রা বের হয়। সেই মিছিলেই দেখা যায় 'নজিরবিহীন' ছবিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রামনবমী উপলক্ষে এদিন সকালে একটি শোভাযাত্রা বের হয় উত্তর কলকাতায়। শ্রী শ্রী রামনবমী মহোত্সব সমিতি (উত্তর কলকাতা)-র উদ্যোগে ওই শোভাযাত্রায় অংশ নেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। সেই শোভাযাত্রাতেই ছিল একটি ট্যাবলো। যার গায়ে সাঁটানো ছিল ধর্মীয় আচার-অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যোগ দেওয়ার ছবি।


আরও পড়ুন, সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামায় আত্মপক্ষ সমর্থন রাজীব কুমারের



(বিতর্কিত ট্যাবলোটি)


শুধু তাই নয়, ছবিতে বড় বড় করে লেখা ছিল, "দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রামভক্ত, আমরা গর্বিত।" উল্লেখ্য, দেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির ধর্মাচারণের ছবি ব্যবহার করা যায় না। কিন্তু রামনবমীর মিছিলে কেন সেই ছবি  ব্যবহার করা হল? তা নিয়েই উঠছে প্রশ্ন। এ ঘটনা সংবিধান লঙ্ঘনকারী বলে দাবি করেছেন বিরোধীরা।