ওয়েব ডেস্ক: CBI সূত্রে খবর গৌতম কুণ্ডুর চিটফান্ড ব্যবসায় সরাসরি যুক্ত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার লেনদেনের প্রমাণও রয়েছে। রোজভ্যালি অ্যাকাউন্ট্যান্টকে জেরায় জানা গেছে, নগদেও টাকা নিয়েছেন তৃণমূল সাংসদ। শুধু তাই নয় গৌতম কুণ্ডুকে চিটফান্ডের টাকা টলিউডে ঢালতেও তাপস পালই সাহায্য করেন বলে CBI-এর দাবি।


আরও পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রেফতার তাপস পাল বললেন নন্দিনী


আজ জেরার সময় সাংসদের বক্তব্যে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। ২০১৫ সালে তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাসিতে উদ্ধার হয় প্রচুর নথি। বহু নথিরই কোনও সদুত্তর দিতে পারেননি তাপস পাল। বেশ কয়েকটি প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি।


আরও পড়ুন- তাপস পালকে নিয়ে সড়কপথে ভুবনেশ্বরের অভিমুখে CBI