দুর্ঘটনার দিন অডি গাড়ি চালাচ্ছিল সে নিজেই, জেরায় স্বীকার করেছে সাম্বিয়া!
রোড রেডকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। দুর্ঘটনার দিন অডি গাড়ি চালাচ্ছিল সে নিজেই। জেরায় এমনই স্বীকার করেছে সাম্বিয়া। খবর কলকাতা পুলিস সূত্রে। ঘটনার দিন অডি গাড়িতে কারা ছিল সে নিয়ে সাম্বিয়া, জনি ও শানুর বিবৃতিতে তৈরি হয় বিভ্রান্তি। সাম্বিয়া দাবি করে, অডি গাড়িতে ছিল সে, জনি ও শানু। অথচ জনি ও শানু দাবি করে,তারা দুজনে অডি গাড়িতে ছিল না। ছিল স্কোডা গাড়িতে। অন্যদিকে ময়দান থানায় দায়ের করা এফআইআরে সেনা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, অডি গাড়িতে ছিল একজনই। নীল রঙের জ্যাকেট পরে গাড়ি থেকে তাকে নেমে যেতে দেখেন বায়ুসেনার এক লেফটেন্যান্ট। এই পরিস্থিতিতে বিষয়টি সম্পর্কে ধোঁয়াশা কাটাতে সাম্বিয়াকে জেরা করে পুলিস। সূত্রের খবর, প্রথমে তদন্তে অসহযোগিতা করছিল সাম্বিয়া। পরে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিস ক্রমশ নিশ্চিত হয় যে অডি গাড়িতে একাই ছিল সাম্বিয়া। এরপরেই জেরার মুখে ভেঙে পড়ে সে। পুরো বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে জনি ও শানুকেও জেরা করবে পুলিস।
ওয়েব ডেস্ক: রোড রেডকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। দুর্ঘটনার দিন অডি গাড়ি চালাচ্ছিল সে নিজেই। জেরায় এমনই স্বীকার করেছে সাম্বিয়া। খবর কলকাতা পুলিস সূত্রে। ঘটনার দিন অডি গাড়িতে কারা ছিল সে নিয়ে সাম্বিয়া, জনি ও শানুর বিবৃতিতে তৈরি হয় বিভ্রান্তি। সাম্বিয়া দাবি করে, অডি গাড়িতে ছিল সে, জনি ও শানু। অথচ জনি ও শানু দাবি করে,তারা দুজনে অডি গাড়িতে ছিল না। ছিল স্কোডা গাড়িতে। অন্যদিকে ময়দান থানায় দায়ের করা এফআইআরে সেনা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, অডি গাড়িতে ছিল একজনই। নীল রঙের জ্যাকেট পরে গাড়ি থেকে তাকে নেমে যেতে দেখেন বায়ুসেনার এক লেফটেন্যান্ট। এই পরিস্থিতিতে বিষয়টি সম্পর্কে ধোঁয়াশা কাটাতে সাম্বিয়াকে জেরা করে পুলিস। সূত্রের খবর, প্রথমে তদন্তে অসহযোগিতা করছিল সাম্বিয়া। পরে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিস ক্রমশ নিশ্চিত হয় যে অডি গাড়িতে একাই ছিল সাম্বিয়া। এরপরেই জেরার মুখে ভেঙে পড়ে সে। পুরো বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হতে জনি ও শানুকেও জেরা করবে পুলিস।