ওয়েব ডেস্ক : সিভিক পুলিস মামলার রায়ে হাইকোর্টে রাজ্যের স্বস্তি। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ  হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আদালতের এই রায়ে আপাতত ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার কাজ করবেন আগের মতোই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিভিক ভলান্টিয়ারের পরীক্ষা পদ্ধতি  নিয়ে গতবছরই প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বারিকুল এবং সারেঙ্গায়  সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ বাতিল করে দেন। আদালতের এই রায়ে  প্রশ্নের মুখে পড়ে যায় রাজ্যের লক্ষাধিক কর্মরত সিভিক ভলান্টিয়ারের ভবিষ্যত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আসে। সেই মামলাতেই আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে খারিজ করে দেয়।


আরও পড়ুন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ফোবিয়া হয়েছে', কটাক্ষ অমিত শাহের