ওয়েব ডেস্ক : স্পেশাল চাইল্ডদের জন্য হোম। তবে এদের দেখাশোনার তেমন কোনও ব্যবস্থাই নেই। কাঁকুরগাছির অলকেন্দু বোধ নিকেতন। তিন বছরের বেশি সময় ধরে হোমে নেই কোনও সুপার। নেই চিকিত্সা ব্যবস্থা। চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিন কাটছে ৫২ জন অসহায় আবাসিকের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাধারণ আর পাঁচজনের মতো নয়, এই হোমের আবাসিকরা। বাড়ির থেকে সন্তানকে  যাতে একটু ভাল রাখা যায় সেই আশাতেই অলকেন্দু বোধ নিকেতনে এসেছিলেন অভিভাবকরা। তবে সে আশা মিটছে কই! ৩ বছরের বেশি হোমে কোনও স্থায়ী সুপার নেই। কার্যত অভিভাবকহীন হয়ে থাকছেন আবাসিকরা। MBBS  চিকিত্সক নেই হোমে। কর্মীরাও দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। আবাসিকের তুলনায় কর্মীর সংখ্যাও কম।


সামনেই পুজোর ছুটি। তারপর কবে হোম খুলবে জানেন না কেউই। প্রতিবছরেই এমনটাই হাল হয় বলছেন ক্ষুব্ধ অভিভাবকরা। বাড়িতে রাখার উপায় নেই সন্তানকে। হোমেরও এই দশা। সন্তানকে কী ভাবে ভাল রাখা যায়, তা নিয়ে রীতিমতো সমস্যায় অভিভাবকরা।


আরও পড়ুন- আদালতের নির্দেশে বাড়ি ছাড়তে হল অত্যাচারী ছেলে ও পূত্রবধূকে