জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি করের জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের মামলায় প্রথম থেকেই কলকাতা পুলিসের ভূমিকা নিয়ে বিতর্ক উঠেছে। এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন নির্যাতিতার বাবা-মা। তাদের অভিযোগ, মেয়ের দেহ রেখে দিতে চেয়েছিলেন তারা কিন্তু তা করতে দেওয়া হয়নি। নির্যাতিতার বাবা দাবি করলেন, তাঁর মেয়ের দেহ তাড়াহুড়ো করে সৎকার করে পুলিস। শ্মশানে আরও তিনটি দেহ আগে থেকে থাকা সত্ত্বেও তাঁর মেয়ের দেহ তাড়াহুড়ো করে দাহ করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, May I Help You Booth: ডাক্তারদের কর্মবিরতিতে আর মৃত্যু চায় না রাজ্য, কলকাতায় চালু রোগীদের জন্য হেল্প ডেস্ক


ঘটনার দিন রাতে এক রকম জোর করেই নির্যাতিতার দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাঁর বাবার। নির্যাতিতার বাবা বলেন, 'ওই দিন শ্মশানে তিনটি মৃতদেহ ছিল, কিন্তু আমাদের মেয়ের মৃতদেহটিই প্রথমে দাহ করা হয়েছিল তাড়াহুড়ো করে।' তিনি আরও বলেন, “রক্ষকই ভক্ষক।দেহ রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ওপর প্রেসার তৈরি করা হয়েছিল। টালা থানায় এক ঘণ্টা বসেছিলাম। তারপর বাধ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম। বাড়ি গিয়ে দেখি সেখানে ৩০০ বেশি পুলিস দাঁড়িয়ে আছে। তখন আর আমাদের কিছু করার ছিল না দেহ পোড়াতে বাধ্য হয়েছিলাম।' 


এমনকী দাহ করার জন্য তাড়াহুড়ো করা হয়েছে এবং পরিবারের কাছ থেকে খরচ নেওয়া হয়নি। নির্যাতিতার বাবা বলেন, 'আমার মেয়ে এটাই জেনে চলে গেল যে বাপি এর জন্য টাকাও দিতে পারবে না।' তিনি আরও অভিযোগ করেন যে কয়েকজন পুলিস কর্মকর্তা একটি ফাঁকা কাগজে তার স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছিলেন। 'আমি সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।'


তাঁর অভিযোগ, 'পুরো সিস্টেমটাই অর্থাৎ প্রশাসনই প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। আমাদের ৩ ঘন্টা পর দেহ দেখতে দেওয়া হয়েছে।' মৃতা চিকিৎসকের মা অবশ্য আশাবাদী। তাঁর কথায়, 'সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে। সঠিক বিচার আমরা পাব। আশা করি আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় সব সমস্যার সমাধান হবে।'



আরও পড়ুন, R G Kar Incident: 'যা কিছু করেছেন, সত্‍ উদ্দেশ্যেই করেছেন', CBI-র হাতে ধৃত ওসির বাড়িতে ACP!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)