নিজস্ব প্রতিবেদন: অটো আর ট্যাক্সির পর শহরে এসেছে অ্যাপ ক্যাব।  কিন্তু তাতেও পুরোপুরি কমেনি যান যন্ত্রণা। গন্তব্যে পৌছতে  দেরি হচ্ছে হামেশাই।  দুর্ভোগ কমাতে এবার এল  বাইক ট্যাক্সি। আর অফিস পৌঁছতে লেট নয়। এমনকি জ্যামে ফেঁসে থাকাও নয়। আপনার বাড়িতেই হাজির হয়ে যাবে বাইক। আপনাকে  নিয়ে যাবে গন্তব্যে। 

 


 

বাইক ট্যাক্সি: 

 

- সম্পূর্ণ অ্যাপ নির্ভর পরিষেবা 

- যাত্রী অ্যাপ ডাউনলোড করলেই লগ ইন করতে পারবেন

- অ্যাপে  নিজের ঠিকানা আর গন্তব্য টাইপ করতে হবে

- যাত্রীর লোকেশন দিলেই সবচেয়ে সামনে থাকা বাইকের লোকেশন দেখাবে

- কনফার্ম অপশনে সম্মতি দিলেই  দোরগোড়ায়  চলে আসবে বাইক ট্যাক্সি

- চালক  খারাপ ব্যবহার করলে থাকছে অভিযোগ জানানোর ব্যবস্থা

- মিলবে বিমার  সুবিধা

- বেস চার্জ  ১০ টাকা, কিলোমিটার প্রতি ভাড়া  ৩ টাকা

 


 

ট্যাক্সির মেজাজ মর্জি, অ্যাপ ক্যাবের ঝামেলা। কিংবা ছোট রাস্তার যানজট। দুচাকার গাড়িতেই সব ঝামেলার সমাধান। তবে, সওয়ারি  হতে হবে একজনই।