ওয়েব ডেস্ক: রাতের কলকাতায় ফের গাড়ি সন্ত্রাস। AJC বোস রোডে রোলার চালককে পিষে দিল কোনও উদ্ধত চালক। কোনপথে এল ঘাতক গাড়ি? হদিশ পেতে হয়রান পুলিস। তখন সবে আলো ফুটছে। আধো অন্ধকারে ফ্লাইওভারের ওপর দেখা যায় একটি থেঁতলে যাওয়া দেহ। SSKM হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এই জেলের আসামীরা এখন দুর্গা প্রতিমা গড়তে ব্যস্ত


নিহতের পরিচয় জেনেছে পুলিস। নাম নওলকিশোর রায়। বাড়ি বিহারে। বাইপাসের ধারে পঞ্চান্নগ্রামে বাড়ি। শনিবার রাতে কাজ শেষের পর ফ্লাইওভারেই বিশ্রাম নিচ্ছিলেন তিনি। তখনই নওলকিশোর রায়কে পিষে দেয় একটি বেপরোয়া গাড়ি। ঘাতক গাড়ি উধাও হয়ে যায়। দেহ পড়ে থাকে ফ্লাইওভারে এখানেই রহস্য? ঘাতক গাড়ি এল কোথা থেকে? খুঁজে হয়রান পুলিস। দুর্ঘটনা ঘটেছে পুলিস ট্রেনিং স্কুলের কাছে। সেখানকার CCTV-র নজরের বাইরে দুর্ঘটনাস্থল।


ফ্লাইওভারের পার্ক সার্কাসের দিকে দুদিকে মুখ করা দুটি CCTV রয়েছে। তবে কি ভুল দিক দিয়ে ফ্লাইওভারে ওঠে দুর্ঘটনার পর গাড়ি ঘুরিয়ে সেইপথেই পালিয়েছে চালক? আপাতত এই সম্ভাবনাই জোরালো হচ্ছে। পুলিস ট্রেনিং স্কুলের দিকে CCTV ফুটেজ খতিয়ে দেখে এমন গাড়ি খুঁজছে পুলিস।