বেলাগাম গতির তাণ্ডব, রাসবিহারীতে মত্ত চালকের গাড়ির ধাক্কায় গুরুতর জখম ১ মহিলা
আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা।
নিজস্ব প্রতিবেদন: সাত সকালে শহরে বেলাগাম গতির তাণ্ডব। গাড়িতে ধাক্কা লেগে হয়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার সকাল ৭ টা নাগাদ কালীঘাট ট্রাম ডিপোর সামনে পথ দুর্ঘটনাটি ঘটে। বেলাগাম গতিতে ছুটে আসা SUV-র ধাক্কায় মহিলার মৃত্য হয়েছে। পুলিসকে উপেক্ষা করে পালাতে গিয়ে রাসবিহারি অ্যাভিনিউ ক্রসিংয়ে ফের আরও একটি গাড়ির পিছনে ধাক্কা মারে SUV। তারপর পুলিসের হাত থেকে বাঁচতে বাঁচতে কোনওমতে গাড়ি নিয়ে চম্পট দেয় চালকের। গুরুতর জখম অবস্থায় পুলিস ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা।
আরও পড়ুন: বসন্তে অকাল বর্ষণ, ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্য়জুড়ে
প্রত্যক্ষদর্শীদের দাবি যে গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। ঘটনার সূত্রপাত এ দিন সকাল ৬.৫১ নাগাদ। কালীঘাটে পুজো দিতে যাচ্ছিলেন ওই মহিলা। হঠাৎ করেই হাজরার দিক থেকে তীব্র গতিতে আসা একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। মহিলা প্রথমে গাড়ির বনেটে উঠে পরে। পরে ফের তাকে ধাক্কা মারলে ছিটকে পাশের লেনে পরে যান। তাঁকে প্রথমে এম আর বাঙুর পরে এসএসকেম-এ নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিস মোতায়েন করা হয়েছে। CCTV ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিস।