নিজস্ব প্রতিবেদন: সদ্য তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ভবিষ্য়তের কর্মপন্থা ঠিক করতে ইতিমধ্যেই সেরে ফেলেছেন হোমওয়ার্ক। লকডাউনের জেরে জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক করা সম্ভব হয়ে ওঠেনি। যুব সভানেত্রীর অভীপ্সা, দেশের নানাপ্রান্তে ছড়িয়ে পড়ুক তৃণমূল। সেজন্য পরিকল্পনাও ছকে ফেলেছেন তিনি।           


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সায়নীর (Saayoni Ghosh) দাওয়াই, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আরও বাড়াতে হবে। মূল সংগঠনের ফেসবুক-টুইটার পেজ থাকলেও যুবর নেই। তৃণমূল যুব সংগঠনের আলাদা পেজ  করতে চাইছেন তিনি। তৃণমূলের সংগঠনকে রাজ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে যুবর কর্মকাণ্ডকে নেটমাধ্যমে আরও সচল করে তুলছেন সায়নী। তাঁর ভাবনা, শুধু বাংলায় নয় দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সংখ্যা বাড়ানো।


সংগঠনে নতুন মুখকে তুলে ধরার পরিকল্পনা করছেন সায়নী (Saayoni Ghosh)। প্রাধান্য দিতে চাইছেন জেলার তরুণ তুর্কিদের। প্রতিটি বুথে অন্তত ১০ থেকে ১২ জন সক্রিয় সদস্য তৈরি করতে চান যুব নেত্রী। 


২০২১ সালের পর তৃণমূলের পরের গন্তব্য দিল্লির মসনদ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই ঘোষণা করেছেন, দিল্লি থেকে মোদীকে হঠাবেন। সেজন্য গোটা দেশে যুবকে ছড়িয়ে দিতে শুরু থেকে মাঠে নেমে পড়লেন সায়নী ঘোষ।


আরও পড়ুন- সমস্ত সম্পত্তির 'মালকিন' Baishaki,দুঃসময়ে পাশে থাকা বান্ধবীকে লিখে দিলেন Sovan


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)