নিজস্ব প্রতিবেদন: এখনও মেয়র পদ ছাড়ছেন না সব্যসাচী দত্ত। সেক্ষেত্রে ভোটাভুটির রাস্তাতেই হাঁটতে চান তিনি। বিধাননগর পুরনিগমে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রীতিমতো চ্যালেঞ্জের সুরে  তিনি বলেন, “যেদিন ভোটাভুটি হবে, সেদিন দেখতে পাবেন, ক’জন কাউন্সিলর আমার সঙ্গে রয়েছেন। আমি এখন মেয়র হিসাবে কাজ চালিয়ে যাব।”


প্রসঙ্গত, এদিন বিকালে তৃণমূল সূত্রে খবর হয়, ফিরহাদ হাকিম ফোনে মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেপ্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, “দলের তরফে কোনও নির্দেশ পাইনি। ফোন করে কেউ ইস্তফার কথা বলেননি। ফোনে এই পদ থেকে ইস্তফা দেওয়ানো যায় না। যেদিন ভোটাভুটি হবে,সেদিন দেখতে পাবেন, কজন কাউন্সিলর আমার সঙ্গে রয়েছেন।”  তিনি উল্টে ইঙ্গিত দেন, “দলের অনেকে ফোন করেছে।”


“দলের থেকে ব্যক্তি বড় হতে পারে না, দলকে দুর্বল ভাবার কারণ নেই”, সব্যসাচীকে সতর্কবার্তা পার্থর


যদিও এদিনও সব্যসাচী দত্তের বিরুদ্ধে সরব ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্ব। ফিরহাদ হাকিম বলেন, , “সব্যসাচী দত্তের দল ছেড়ে দেওয়া উচিত। দলে থেকে যা ইচ্ছা করা যায় না। না হলে ওকে মিরজাফ্ফর বলা হবে। ”


এদিন সাংবাদিক বৈঠকে সব্যসাচী সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দলের থেকে ব্যক্তি বড় হতে পারে না। দল সব্যসাচীকে বহু সুযোগ দিয়েছে। দল এব্যাপারে চুপ করে বসে থাকবে না।”