জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরেজমিনে তথ্য তালাশের পর তৎপর জাতীয় তফসিলি কমিশন। সন্দেশখালিতে পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই রাইসিনায় রিপোর্ট ফুল বেঞ্চের। পদে পদে অসহযোগিতার অভিযোগ। তদন্তেও গাফিলতি। এমনই অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে তপশিলি জাতিভুক্তদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা উত্তম সরদার ও তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Recruitment Scam: শিক্ষা দুর্নীতিকাণ্ডে ফের অ্যাকশনে ইডি, পার্থঘনিষ্ঠ রাজীবের অফিসে হানা


শুক্রবার সন্দেশখালিতে গিয়েছিল তফসিলি কমিশনের টিম। এলাকা ঘুরে এসে রাষ্ট্রপতি ভবনে রিপোর্ট জমা দিয়েছে তফসিলি কমিশন। রিপোর্ট প্রকাশ্যে না এলেও কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার জানান, তাঁরা রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন। অন্যদিকে, সন্দেশখালি নিয়ে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা দায়ের। মামলা দায়ের করার অনুমতি চান আইনজীবী সংযুক্তা সামন্ত। ওই এলাকার পরিস্থিতি দেখে দ্রুত CRPF বাহিনী মোতায়েনের আর্জি। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি জয়মাল্য বাগচির। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।


সন্দেশখালিকাণ্ডের ঘোলা জল এবার সুপ্রিম কোর্টেও। ভিনরাজ্যে সরিয়ে মণিপুরের মতো বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা। দরকারে শীর্ষ আদালতের নজরদারিতে CBI  অথবা বিশেষ SIT গঠনেরও আর্জি। এমনকী সন্দেশখালির তথ্যতালাশে নাছোড় বিজেপির কেন্দ্রীয় দল। রামপুরে ধরনা থেকেই ভিডিয়ো কল গ্রামে। মোদী আপনাদের পাশে। গুন্ডারাজ শেষ হবেই। আক্রান্তদের বার্তা দুই মন্ত্রী, চার সাংসদের। পরে কলকাতায় ফিরে রাজভবনে নালিশ।  


অন্যদিকে, ব্যারিকেডের ঘেরাটোপে ফের তপ্ত সন্দেশখালি। নাড্ডার নির্দেশে গ্রাউন্ডজিরোয় পৌছনোর আগেই রামপুরে বাধার মুখে পড়ে BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তর্কাতর্কি ধর্নার পর পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি দিল্লির দলের। সন্দেশখালির তথ্যতালাশে নাছোড় বিজেপির কেন্দ্রীয় দল। রামপুরে  ধরনা থেকেই ভিডিও কল গ্রামে। মোদী আপনাদের পাশে।গুন্ডারাজ শেষ হবেই। আক্রান্তদের বার্তা দুই মন্ত্রী, চার সাংসদের। পরে কলকাতায় ফিরে রাজভবনে নালিশ। সন্দেশখালিকাণ্ডে সরব  বিজেপির টিম। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী। তবুও নিরাপদ  নন নারীরা। শাসকদলের ছত্রছায়ায় দিনের পর দিন দুষ্কৃতীদের দাপাদাপি।মমতার নাম নিয়েই তোপ মন্ত্রী সাংসদদের। দিল্লি ফিরে নাড্ডাকে রিপোর্ট।  



আরও পড়ুন, Sukanta Majumdar: টাকিতে 'আক্রান্ত' সুকান্ত! ডিজি-সহ ৩ পুলিসকর্তাকে দিল্লিতে তলব...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)