১০৮ প্রদীপ-পদ্মে আরতি, নির্ঘণ্ট মেনে সন্ধিপুজোয় আজই নবমীতে প্রবেশ
রীতি মেনে সন্ধিপুজোতে ১০৮টি প্রদীপ জ্বালিয়ে দুর্গা আরতি করা হয়। পুজোয় লাগে ১০৮টা পদ্ম।
নিজস্ব প্রতিবেদন : পাঁজির নির্ঘণ্ট মেনে মণ্ডপে মণ্ডপে হয়ে গেল সন্ধিপুজো। রীতি মেনে সন্ধিপুজোতে ১০৮টি প্রদীপ জ্বালিয়ে দুর্গা আরতি করা হয়। পুজোয় লাগে ১০৮টা পদ্ম।
আরও পড়ুন, কোলাসুরকে বধ করতেই কুমারী রূপ ধরেন মহাকালী!
পাড়ায় পাড়ায় মণ্ডপের পাশাপাশি, শহর কলকাতার বনেদি বাড়িগুলিতেও মহা সমারোহে হয় সন্ধিপুজো । শোভাবাজার রাজাবাড়ি, রানি রাসমণির বাড়ি, হাটখোলা দত্তবাড়িতেও নির্ঘণ্ট মেনে শুরু হয়ে যায় সন্ধিপুজো। কুমারীপুজোর পর বেলুড় মঠেও রীতি মেনে চলে সন্ধিপুজো।
আরও পড়ুন, বীর সন্তান লাভের জন্য বীরাষ্টমী ব্রত পালন করেন মহিলারা!
এর আগে এদিন অষ্টমী সকালে মহা সমারোহে রীতি আচার মেনে কুমারী পুজোও হয় কোনও কোনও জায়গায়। বেলুড় মঠের কুমারী পুজো বিখ্যাত। কুমারী পুজো দেখতে ভক্তের ঢল নামে বেলুড় মঠে। বনেদি বাড়িতেও কুমারী পুজোর চল রয়েছে। অষ্টমীর সকালে পাড়ায় পাড়ায় চলে পুষ্পাঞ্জলি। প্রসঙ্গত, অষ্টমী পুজোর বিশেষ আকর্ষণ এই পুষ্পাঞ্জলি।