RG Kar Incident: নারাজ সন্দীপ-অভিজিত্, চেয়েও নারকো-পলিগ্রাফ করতে পারল না CBI...
RG Kar Incident: আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পরপরই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি করে তরুণী চিকিত্সকের মৃত্যুর তদন্তে সিবিআই এখন জোর দিতে চাইছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপরেই। পাশাপাশি টালা থানার ওসি অভিজিত্ মণ্ডলের উপরেও সমান গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই লক্ষ্যেই সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। কিন্তু বাধা সেধেছেন খোদ সন্দীপ। সেই টেস্টের অনুমতি দিতে অস্বীকার করেছেন তিনি। এদিন আদালত তাঁকে ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ফলে তাকে আপাতত হেফাজতেও পাচ্ছে না সিবিআই।
আরও পড়ুন-আরজি করে বাম আমলের সৌমিত্র মৃত্যুরহস্যের ফাইল ফের খুলল রাজ্য! অভিযুক্ত ছিলেন...
তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুনের তদন্তে দেরি করে এফআইআর করা ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিত্ মণ্ডলের বিরুদ্ধে। তাই আজ শিয়ালদহ আদালতে অভিজিত্ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট ও সন্দীপ ঘোষের নারকে টেস্ট করাতে চেয়ে আবেদন করে সিবিআই। কিন্তু দুজনের ওই টেস্ট করার অনুমতি দিতে অস্বীকার করেন। আজ দুজনের কনসেন্ট রেকর্ড করা হয়। কিন্তু দু'জনই মত দিতে অস্বীকার করেন।
উল্লেখ্য, এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। দিল্লির সিএফএসএলে সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী বেশকিছু অসংগতি পাওয়া গিয়েছে। ফলে সন্দীপ ঘোষের নারকো অ্যানালিসিক টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। তাতে আরজি করের ঘটনায় কোনও বড় ষড়যন্ত্র থাকলে তা বেরিয়ে আসার কথা। তবে আপাতত তা হচ্ছে না।
আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পরপরই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। হাসপাতালের মেডিক্যাল বর্জ্য বিক্রি থেকে শুরু করে শবদেহ পাচারের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এসবের তদন্ত করতে সন্দীপ ঘোষের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এসবের মধ্যেই এসে পড়ে বৃহত্তর দুর্নীতির প্রসঙ্গে। অভিযোগ ওঠে টালা থানার ওসির সঙ্গে মিলে তথ্যপ্রমাণ লোপাটে তাঁর ভূমিকা ছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)