ওয়েব ডেস্ক : বিধানসভায় ফের পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে দেখা দিল বিতর্ক। পিএসি-র চেয়ারম্যান হলেন শঙ্কর সিং। আর তার এই চয়নকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুকাল আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কার্যত ঢাকঢোল পিটিয়ে তৃণমূলে যোগ দেন নদিয়ার ডাকসাইটে কংগ্রেস নেতা শঙ্কর সিং। এবার তাঁকে পিএসি-র চেয়ারম্যান পদে বসানোয় সোচ্চার হয়েছেন বিরোধীরা। যদিও, যাকে নিয়ে এই বিতর্ক সেই শঙ্কর সিংয়ের দাবি, তিনি এখনও কংগ্রেসেরই বিধায়ক। তাই এই পদে আসীন হয়েছেন তিনি।


আরও পড়ুন- বৃষ্টি-বন্যার কারণে বন্ধ একের পর এক সাবস্টেশন, উত্সবের আগে চিন্তায় রাজ্য বিদ্যুত্ দফতর


সাম্প্রতিক অতীতে এই পদে মানস ভুইঞাঁকে চয়ন করা নিয়ে একই রকমভাবে বিতর্ক ছড়ায়। এবারও ওই পদে শঙ্কর সিংয়ের চয়ন নিয়ে ছড়িয়েছে বিতর্ক।


অন্যদিকে, বিষয়টি নিয়ে ওঠা বিতর্কে জল ঢালতে আসরে নেমেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ''সোনিয়া গান্ধীর কথা মতোই তো শঙ্কর সিং দলের সঙ্গে আছেন।'' এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে তাদের সঙ্গে কোনওরকম পরামর্শ করা হয়নি পরিষদীয় মন্ত্রীর পক্ষ থেকে।