Amit Shah: বছরখানেক পর রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একনজরে `শাহি সফর`-এর পূর্ণাঙ্গ রোডম্যাপ
২ দিনের জন্য ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: এক বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ (Amit Shah)। ২ দিনের জন্য ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। এক নজরে অমিত শাহের পূর্ণাঙ্গ সফর সূচি-
০৫.০৫.২০২২
-বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ।
- সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সীমান্তরক্ষী বাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
- এরপর দুপুরে নদিয়ার কল্যাণীতে বিএসএফের আরেকটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
- কল্যাণী থেকে কলকাতায় ফিরে পরের গন্তব্য শিলিগুড়ি।
-শিলিগুড়ির রেল ময়দানে জনসভা।
-শিলিগুড়িতে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জনজাতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক।
০৬.০৫.২০২২
-শুক্রবার শাহের গন্তব্য কোচবিহার।
-তিনবিঘা করিডরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী
- অনুষ্ঠান সেরে দুপুরেই ফিরবেন কলকাতায়।
-কলকাতায় দলের রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির চাণক্য 'শাহ'।
- এরপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান যোগ দেবেন তিনি
-শুক্রবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা হবেন অমিত শাহ।