নিজস্ব প্রতিবেদন: যাত্রী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার। দুর্গানগর স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ১ যাত্রীর। ঘটনার পরই ক্ষোভ ফেটে পড়েন সহযাত্রীরা। শুরু হয় অবরোধ। অবরোধের জেরে শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে ব্যাহত ট্রেন চলাচল। কিছুক্ষণ পর আরপিএফ ও পুলিস ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুর্গানগর স্টেশনে ট্রেনের ধাক্কায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আরও দু'জন আহত। ঘটনার পরই বিক্ষোভ শুরু করেন স্টেশনের যাত্রীরা। ভাঙচুরও চালানো হয়েছে বলে অভিযোগ। এরপরই শুরু হয় অবরোধ। সেই অবরোধ এখনও চলছে। এই অবরোধের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবরোধের জেরে বিপাকে পড়েছেন দূরের গন্তব্যের যাত্রীরা।