নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার গভীর রাতে শিয়ালদহ অঞ্চলের নূর মহম্মদ লেনে ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ। পাশের লাগোয়া বাড়ির উপর ভেঙে পড়ে ৪৯ নম্বর ওয়ার্ডের ওই বাড়ি। তবে সুরেন্দ্রনাথ কলেজের কাছের সেই বাড়ির ভেঙে পড়ার ঘটনায় কোন হতাহতের খবর নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুরসভার কর্মী ও পুলিস। টানা ভারী বৃষ্টিতেই ওই বাড়ির একাংশ ধসে গিয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বাড়ির বয়স ১০০-র বেশি। এলাকায় মজুমদার বাড়ি বলে পরিচিত। 


আরও পড়ুন, BJP-তে আরও চড়া বিদ্রোহের সুর, এবার কৈলাসের বিরুদ্ধে পড়ল ‘Go Back’ পোস্টার


বাড়ির দোলতার বারান্দা এবং তিন তলার বারান্দার দেওয়াল ভেঙে পড়ে। চুন-সুড়কির পুরনো দেওয়াল বুধবারের অতিবৃষ্টি সামলাতে না পেরে ধসে যায়। বাড়ির সামনের অংশে দুজন বাসিন্দা ছিল তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 


তবে এতে স্থানীয় মানুষদের ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে। পুরসভার কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব পরিস্কার করে দেওয়ার চেষ্টা চলছে। বিপজ্জনক বাড়ি বলে চিহ্নিত না হলেও পুরসভার পক্ষ থেকে আগেই নোটিস পাঠানো হয়েছিল যাতে এখানে কেউ বসবাস না করে।