নিজস্ব প্রতিবেদন:  সময়ের অপেক্ষা। ১৯ এর ব্রিগেডের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবারের ব্রিগেডে রেকর্ড মানুষকে আনতে প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল কংগ্রেস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্তরের নেতারাও উপস্থিত থাকবেন এবারের ব্রিগেড সমাবেশে। বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও জাতীয় স্তরের হেভিওয়েট নেতারও উপস্থিত থাকার কথা রয়েছে। তাই এবারের ব্রিগেডে নজিরবিহীনভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। ১৯ জানুয়ারি, শনিবার সকাল ৪ টে থেকে শহরের রাস্তায় থাকবে সশস্ত্র পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রিগেডের নিরাপত্তা একনজরে...


ব্রিগেডের  পাঁচটি মঞ্চের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের উপনগরপাল পদমর্যাদার ৮ অফিসার।


প্রতিটি মঞ্চের জন্য আলাদা প্রবেশপথ হয়েছে নিরাপত্তার কারণে।


মঞ্চ ঘিরে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল।


থাকবে ১৫ অ্যাম্বুল্যান্স, দমকল এবং কমান্ডোরা।


আরও পড়ুন: ১২৫টির বেশি আসন পাবে না বিজেপি, আঞ্চলিক দলগুলিই নির্ধারক: মমতা


নজারদারি চালানোর জন্যে কন্ট্রোল রুম থেকেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।


ব্রিগেডে আগত অতিথিদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় এবং কলকাতা পুলিশের অফিসারেরা থাকবেন।


ব্রিগেডের আশেপাশের প্রত্যেকটি বহুতলের ছাদে থাকবে কম্যান্ডো বাহিনী।


১৯ জানুয়ারি সকাল ১০ টার মধ্যেই ব্রিগেড গ্রাউন্ডে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে আসা তৃণমূল কর্মী সমর্থকরা ঢুকে যাবেন।


মিছিল আগতদের জন্য ইডেন, বাবুঘাট, হেস্টিংস এলাকায় গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।


মিছিল চলে আর গাড়ি ঢুকতে দেওয়া হবে না।


ইএম বাইপাসে যাতে কোনও কারণে যানজট তৈরি না হয়, সে ব্যাপারেও কড়া নজর রাখা হচ্ছে।