নিজস্ব প্রতিবেদন: আজ সন্ধেতেই রেডরোডে পুজো কার্নিভাল। পুজোর ক্লাইম্যাক্সের জন্য তৈরি কলকাতা। ওদিকে শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। সাজছে রেড রোড। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সূত্রের খবর, কার্নিভাল উপলক্ষে মোতায়েন করা হবে ৩০০০ পুলিস কর্মী। রেড রোড, ডাফরিন রোড, ফোর্ট উইলিয়াম সংলগ্ন রাস্তা পিটিএস ক্রসিং পর্যন্ত সর্বত্রই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কয়েক ঘণ্টার অপেক্ষা, দুর্গোত্‍সবের আনন্দে আজ শেষ পাতে মেগা কার্নিভাল


পাশাপাশি ১০টি ওয়াচ টাওয়ারের সাহায্যে চলছে বিশেষ নজরদারি। থাকছে স্পেশাল ফোর্সও। আমন্ত্রিতদের জন্য বেশ কয়েকটি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে রেড রোডে ও সংলগ্ন এলাকায়। উপস্থিত থাকবেন ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার-সহ উচ্চপর্যায়ের আধিকারিকরা।থাকছেন বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরাও।



বৃহস্পতিবার রাত ১২টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যপাল, মন্ত্রিসভার সদস্যদের জন্য থাকছে আলাদা আলাদা মঞ্চ। প্রায় ৫০০০ আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে ইতিমধ্যেই প্রস্তুত রেডরোড। সব মিলিয়ে প্রায় ৭৫টি পুজো অংশ নেবে এই পুজো কার্নিভালে।