ব্যুরো: পুজো আসছে। চারিদিকে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। কিন্তু এত ভিড়ে ঠাকুর দেখতে অসুবিধা হয় অনেকেরই। বিশেষ করে বয়স্কদের। শুধুমাত্র তাঁদের কথা ভেবেই এগিয়ে এল Online Laundry Dhulaiwala গ্রুপ। 


দুর্গা দর্শন। পুজোয় ঠাকুর দেখার অভিনব উদ্যোগ। অসম্ভব ভিড়ে বয়স্কদের ঠাকুর দেখতে যাওয়ার খুবই সমস্যা। তাঁদের জন্যই উপায় বার করল Dhulaiwala গ্রুপ। নির্বিঘ্নে কলকাতার বড় বড় পুজো দেখে নেওয়া যাবে এই সংস্থার সাহায্যে। কলকাতার ২১টি পুজো দর্শন করাবে এই সংস্থা। সাংবাদিক বৈঠকে হাজির ছিল পুজো উদ্যোক্তারাও। খুব কম মূল্যেই ঠাকুর দেখার পাশাপাশি পেয়ে যাবেন অত্যাধুনিক পরিষেবা। আরও পড়ুন- দেখে নিন সুদর্শন পট্টনায়েক শিবঠাকুরের কী মুর্তি বানালেন