নিজস্ব প্রতিবেদন : ফের কেন্দ্রের উদ্দেশে চড়া সুরে আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) রেলের বেসরকারিকরণ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন। কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগে তোপ দাগলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শশী পাঁজা অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য যে সমস্ত প্রকল্প নিয়েছিলেন, সেইসব প্রকল্পে একদিকে যেমন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। অন্যদিকে তেমনই অহেতুক বিলম্ব করছে চালু করতে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের (Rail) যে উন্নয়ন হয়েছিল, তা পুরোপুরি থমকে গিয়েয়েছে। রেলের আর্থিক কাঠামো ভেঙে পড়েছ। সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে রেলেক আর্থিক কাঠামো। রেল বাজেটও বর্তমান সরকার তুলে দিয়েছে। রেল ব্যবস্থা দেশের ঐতিহ্য। আর সেই রেল বেসরকারি হাতে চলে যাচ্ছে।


উল্লেখ্য, বাংলায় আসন্ন বিধানসভা ভোট। এবার ভোটে বাংলা বিজয়ের টার্গেট নিয়েছে বিজেপি। সেই লক্ষ্যপূরণে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দফায় দফায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। পাল্টা ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলও। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে কড়া আক্রমণ করছেন তৃণমূল নেতৃত্ব। সবমিলিয়ে নির্বাচনী নির্ঘণ্ট চূড়ান্ত হওয়ার আগেই বাংলায় ভোটের পারদ চড়ছে।


আরও পড়ুন, শোভনের নেতৃত্বে 'অনুমতিহীন' BJP Rally আটকাতে আঁটোসাঁটো ব্যবস্থা নিচ্ছে পুলিস