শীতলকুচিকাণ্ডে নয়া মোড়, হাজিরার নির্দেশ ৬ CISF জওয়ানকে
চতুর্থ দফার নির্বাচনের দিন ওই বুথে হাজির ছিলেন এই জওয়ানরা।
নিজস্ব প্রতিবেদন: শীতলকুচি কাণ্ডে ৬ সিআইএসএফ জওয়ানকে হাজিরার নির্দেশ দেওয়া হল। ২-৩ অগাস্টের মধ্যে ভবানীভবনে হাজিরার নির্দেশ দিয়েছে CID। ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। চতুর্থ দফার নির্বাচনের দিন ওই বুথে হাজির ছিলেন এই জওয়ানরা। যদিও তাঁরা হাজিরা দেবেন কি না তা স্পষ্ট নয়।
এর আগেও তাদের তলব করা হয়েছিল কিন্তু তাঁরা হাজিরা দেননি। কিছুদিন আগেই কোচবিহারের অপসারিত পুলিশ সুপার দেবাশিস ধরকে ফের তলব করেছিল সিআইডি। এখনও পর্যন্ত ২ বার জিজ্ঞাসাবাদ করেছেন CID-র গোয়েন্দারা। শুক্রবার তাঁকে ভবানী ভবনে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন তদন্তকারীরা।
আরও পড়ুন, 'আনুগত্য কিনলেন মমতা', 'অপমানজনক' পোস্টে থানায় অভিযোগ জয় গোস্বামীর কন্যার
প্রসঙ্গত, ১০ এপ্রিল শীতলকুচি ১২৬ নম্বর বুথে গুলি চলে। উন্মত্ত গ্রামবাসীদের রুখতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিতে সেখানে মৃত্যু হয় ৪ গ্রামবাসীর। ওই ঘটনার আগে ওই বুথেই স্থানীয় এক রাজবংশী যুবককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।