'আনুগত্য কিনলেন মমতা', 'অপমানজনক' পোস্টে থানায় অভিযোগ জয় গোস্বামীর কন্যার

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

Updated By: Jul 23, 2021, 11:22 PM IST
'আনুগত্য কিনলেন মমতা', 'অপমানজনক' পোস্টে থানায় অভিযোগ জয় গোস্বামীর কন্যার

নিজস্ব প্রতিবেদন: জয় গোস্বামী (Joy Goswami) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। এই মর্মে বিধাননগর থানায় অভিযোগ করলেন কবির মেয়ে দেবত্রী গোস্বামী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

কোভিডে আক্রান্ত হয়ে জয় গোস্বামী (Joy Goswami) ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে কোভিড পরবর্তী জটিলতার কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। চিকিৎসার ভার বহন করেছিল রাজ্য সরকার। এটাই ফেসবুক পোস্টের বিষয়। ওই পোস্টে দাবি করা হয়েছে,'জয় গোস্বামী পশ্চিমবঙ্গ সরকারের 'নজরুল অ্যাকাডেমির সভাপতি হিসাবে প্রত্যেক মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করেন। তাহলে কেন রাজ্যসরকারের অর্থ সাহায্য তিনি নেবেন? পশ্চিমবঙ্গ সরকার যে কবি জয় গোস্বামীর অসুস্থতা সম্পর্কিত অর্থ ভার বহন করছেন তা আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জয় গোস্বামীর মতন মানুষের আনুগত্যকে কিনে নেওয়ার একটি উদাহরণ।' এরপরই থানায় অভিযোগ দায়ের করেন দেবত্রী। অভিযোগপত্রে তিনি জানান,'ফেসবুকে কুরুচিকর পোস্ট এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কবি জয় গোস্বামীর ক্ষেত্রে আপত্তিকর ও অপমানজনক।'  

ভুল ও মিথ্যা প্রচার চলছে বলে দাবি করেন জয় গোস্বামী (Joy Goswami)। তিনি বলেন, 'নজরুল অ্যাকাডেমির সভাপতি পদটি অবৈতনিক। এ থেকে আমি অর্থ উপার্জন করি না। রাজ্য সরকার চিকিৎসার ভার নিয়েছে। আমার আনুগত্য কিনতে চাইছেন, এটা আমার ও মুখ্যমন্ত্রীর পক্ষে অবমাননাকর। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে তাঁর সঙ্গে আমার যোগাযোগ ও সমর্থন জানিয়ে আসছি। তখন তিনি মুখ্যমন্ত্রী নন, কেন্দ্রীয় মন্ত্রীও নন। তৃণমূল কংগ্রেসের প্রধান। এই প্রথম চিকিৎসার ভার নিলেন তা নয়। ২০১২ সালেও আমার চিকিৎসার খরচ বহন করেছিলেন।'

আরও পড়ুন- 'দিদিকে বলো' ও 'দুয়ারে সরকার'-এ ৯৫% সমাধান, Mamata-র প্রশংসায় অমর্ত্যর ট্রাস্ট

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.