নিজস্ব প্রতিবেদন: নিউটাউনে শুট আউট (Newtown Shootout)। দুপুরে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই চলল রাজ্য পুলিসের এসটিএফের। গুলিতে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে খবর। কার্তিকমোহন ঘোষ নামে এক এসটিএফ আধিকারিক আহত হয়েছেন। তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, শাপুরজির একটি আবাসনে গা ঢাকা দিয়েছিল পঞ্জাবের এক গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও জসসি খারার। খবর পেয়ে তাকে ধরতে যায় এসটিএফ। ঘিরে ফেলা হয়  আবাসনটি। এরপর আচমকাই এসটিএফ অফিসারদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। জবাব দেয় এসটিএফ। গুলিতে জয়পাল ভুল্লার ও জসসি খারার মৃত্যু হয়।


পুলিস সূত্রের খবর, অতিসম্প্রতি বীরভূম থেকে অস্ত্র পাচারকাণ্ডে ১ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিসের এসটিএফ। বিহার থেকে বীরভূম  দিয়ে রাজ্যে ঢুকছিল অস্ত্র। ওই দুষ্কৃতীকে জেরা করে এসটিএফের তদন্তকারীরা জানতে পারেন, ওই চক্রের কয়েকজন লুকিয়ে আছে নিউটাউনের শাপুরজির অভিজাত আবাসনে। ওই আবাসনে কোথায় লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা, তা নিশ্চিত হওয়ার পর বুধবার দুপুরে অভিযান চালায় এসটিএফ। 


আরও পড়ুন- দলের লাইন নিয়ে আপত্তি তুলেছিলেন, শোনা হয়নি, তাই বিজেপিতে মোহভঙ্গ Rajib-র?
 


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)