নিজস্ব প্রতিবেদন: সিদাম সাহার কাছে ৭ ডিসেম্বর একটি বিশেষ দিন। কারণ এ দিনই প্রতি বছর ১০০ দৃষ্টিহীন ও তাদের পরিবারকে নিয়ে পিকনিক করেন, তাদের বাস চড়িয়ে ঘোরান সিদামবাবু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এই তো বিমান বসু, এক দেখাতেই ছবিতে বামফ্রন্ট চেয়ারম্যানকে চিনলেন ধনখড়  


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনুপ সিং।  ‘মামা’ সিদামের কাছে কৃতজ্ঞ।  তিনি জানালেন, নিজের টাকায় বছরের পর বছর ধরে  দৃষ্টিহীনদের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছেন সিদাম সাহ। প্রতিবছর নিয়ম করে তাদের জন্য একটি গেট টুগেদার করেন তিনি। শনিবারও  নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াদাওয়া তদারকি করলেন সিদামবাবু। কাউকে নিজের হাতে খাইয়ে দিলেন।



আরও পড়ুন-কাকভোরে ভয়াবহ আগুন দিল্লির আনাজ মাণ্ডি এলাকায়, মৃত বেড়ে কমপক্ষে ৪৩


কে এই সিদাম সাহা?  একটি আইসক্রিমের দোকান রয়েছে সিদামের। সেটাই তাঁর আয়ের উত্স। সেই দোকান সামলে গত ৪০ বছর ধরে কর্নিয়া সংগ্রহের কাজ করে চলেছেন তিনি। দৃষ্টিহীন খুঁজে বের করে তাদের চোখের আলো ফেরাচ্ছেন। কর্নিয়া সংগ্রহ করতে গিয়ে মারও খেতে হয়েছে তাঁকে। তবুও জেদ ছাড়েনি। মৃত মানুষের চোখ নষ্ট হতে দেবেন  না। গত চার দশকে ৫,০০০ কর্নিয়া সংগ্রহ করেছেন তিনি। তাঁর সংগ্রহ করা কর্নিয়া ব্যবহার করেছেন চিত্র পরিচালক তপন সিনহা মতো মানুষও।