নিজস্ব প্রতিবেদন: গুরুতর অসুস্থ গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়। শনিবার তাঁকে এসএসকেএম হাসপাতালের আইটিইউতে ভর্তি করেন পরিবারের সদস্যরা। চিকিত্সকরা জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফুসফুসে সংক্রমণের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন দ্বিজেনবাবু। বেশ কিছুদিন চিকিত্সা করিয়ে কিছুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি যান তিনি। শনিবার সকালে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বেলা ১১টা নাগাদ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান পরিজনরা। 


ফাটল সর্বত্র, দুরুদুরু বুকে দুর্বল ফুটব্রিজের নীচ দিয়ে রেল লাইন পেরোচ্ছেন বারুইপুরবাসী


প্রবীণ শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিত্সকরাও। এই বয়সে তিনি চিকিত্সায় কতটা সাড়া দেবেন তা নিয়েও শঙ্কা রয়েছে। দ্বিজেনবাবুর চিকিত্সায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। শিল্পীকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাঁরা। 


বাংলা গানের প্রবাদপ্রতীম শিল্পী দ্বিজেনবাবু ২০১০ সালে পদ্মভূষণে সম্মানিত হন।