নিজস্ব প্রতিবেদন : শহরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলায় যোগ দিতে এসেছেন তিনি। এদিন সকাল ১০টার কিছু পর কলকাতা বিমানবন্দরে নামেন স্মৃতি ইরানি। বিমানবন্দর থেকে বেরিয়েই সোজা ডুমুরজলার উদ্দেশে রওনা দেন। অমিত শাহের অনুপস্থিতিতে সেখানের সভায় থাকবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, শুক্ররাত রাতে দুদিনের রাজ্য সফরে আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah)। তারপর রবিবার যোগ দিতেন ডুমুরজলায় মেগা সভায়। কিন্তু শুক্রবার বিকালে দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের রাজ্য সফর। বদলে শনিবার স্পেশাল চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে যান রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), প্রবীর ঘোষাল (Prabir Ghosal), বৈশালি ডালমিয়া, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ প্রমুখ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় দিল্লিতেই পদ্মশিবিরে যোগ দেন তাঁরা। 


তবে, বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিল যে, অমিত শাহের সফর স্থগিত হলেও, ডুমুরজলার যোগদান মেলা হবেই। সেইমতো আলোচনায় বসে শীর্ষ নেতৃত্ব। অমিত শাহের অনুপস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে চূড়ান্ত হয় স্মৃতি ইরানির নাম। আজ সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়রাও। অন্যদিকে, সভায় ভার্চুয়ালি যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। আজ বহু ব্লক স্তরের কর্মীর বিজেপিতে যোগ দেওয়ার কথা রয়েছে। 


আরও পড়ুন, বাঁধা মঞ্চেই হবে সভা, ফোনে Shantanu Thakur-কে জানান Amit Shah : Mukul