নিজস্ব প্রতিবেদন:  লক্ষ্য একটাই। জিততে হবে একুশে। আর তাতে প্রয়োজন মোক্ষম অস্ত্র! বাংলাকে জিততে বাঙালির আবেগকেই স্পর্শ করতে চাইছে যুযুধান প্রতিপক্ষ। হিন্দুত্বকে হাতিয়ার করে যখন ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, তখন অন্যদিকে ‘বাংলা’ ভাষাকেই জেতবার রণনীতি হিসাবে নির্ধারণ করল ঘাসফুল শিবির। ‘বাংলা চালাবে বাঙালিরাই’ একুশের মঞ্চ থেকেই পরবর্তী কর্মসূচির একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা ফ্রন্ট লাইনে। শুরু হচ্ছে তৃণমূলের নতুন প্রচারাভিযান ‘সোজা বাংলায় বলছি।’

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, CAA-NRC নিয়ে লাগাতার বিরোধিতা করে এসেছে তৃণমূল সরকার। এরই মধ্যে করোনা পরিস্থিতি তৈরি হওয়ার আগে কলকাতার বুকে শহীদ মিনারের সভা থেকে গেরুয়া শিবিরের মাস্টার মাইন্ড অমিত শাহ বার্তা দিয়ে গিয়েছেন ‘একুশের বাংলা বিজেপিরই’৷ তৃণমূল তখন থেকেই পরবর্তী রণনীতি নির্ধারণ করেছে৷

এর আগে ‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’-র মতো একাধিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস । ‘দিদিকে বলো’-র মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছিল ঘাসফুল শিবির। আর এবার বাংলা ভাষা বাঙালির আবেগকেই হাতিয়ার করতে চাইছে।


‘সোজা বাংলায় বলছি’ কর্মসূচি

# সপ্তাহে তিন দিন একটি নতুন ভিডিও সিরিজ বার করা হচ্ছে। যার নাম ‘সোজা বাংলায় বলছি’।


# প্রতি বুধবার এবং শুক্রবার ও রবিবার সকাল ১১টায় একটি এক মিনিটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় থাকবে। আগামী কয়েক মাস চলবে এই সিরিজ।


# ‘সোজা বাংলায় বলছি’ ভিডিয়ো সিরিজের উপস্থাপনায় থাকবেন রাজ্যসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

# সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হবে।

# কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভাব-অভিযোগ নিয়েও সরব হবে তৃণমূল কংগ্রেস ।

আরও পড়ুন: ট্রেনের অপেক্ষায় আপনি প্ল্যাটফর্মে, আর ‘ফ্রি’ তে পাবেন ‘ফিশ স্পা’! বাংলায় প্রথম এই স্টেশনে বিশেষ ব্যবস্থা

 একুশের লক্ষ্যে সাংগঠনিক স্তরে ঝাড়পোছের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই দলীয় স্তরে বিশাল পরিবর্তন এনেছেন। এবার জনমত তৈরিতে নতুন কর্মসূচি তৃণমূলের। হিন্দুত্ব না বাঙালিয়ানা- শেষমেশ কোন সংগঠনের কোন মতাদর্শ বাজিমাত করে, সেটাই দেখার।