মৌমিতা চক্রবর্তী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌমিত্র খাঁ, অনুপম হাজরার পর বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতিক্রিয়া, উনিও তো কংগ্রেস ভেঙে দল গড়েছিলেন। একই সুরে অধীর চৌধুরীর মন্তব্য, যে রাজনৈতির নোংরা খেলায় কংগ্রেস ভেঙেছিলেন দিদি, সেই খেলাতেই ওনার দল ভাঙছে বিজেপি।  


সোমেন মিত্রের বলেন,''দল ভেঙে আসা মাল নিয়েই তো তৃণমূল। উনি তো কংগ্রেস ভেঙে ছিলেন। কোন মুখে নীতির কথা বলছেন। ধার করা মাল নিয়ে ঘর তৈরি করলে ঝড় এলে সেই ঘর টিকবে না। তৃণমূল দলটাই ধার করা। অন্যের ঘর ভাঙালে মনে রাখতে হবে আমার ঘরও ভাঙতে পারে। বিজেপির থেকেও খারাপ দল তৃণমূল''।     


অধীর চৌধুরীর কথায়, ''যে রাজনৈতিক খেলায় কংগ্রেস ভেঙেছিলেন দিদি, সেই খেলাতেই ওনার দল ভাঙছে বিজেপি। ইতিহাস ফিরে আসে। এটাকে পোয়েটিক জাস্টিস বলব। রাজনৈতিক পাপ আপনাকে ছাড়বে না''।


আরও পড়ুন- অর্জুনের হাত ধরে বিজেপিতে ২২ কাউন্সিলর? প্রশ্নের মুখে ভাটপাড়ায় তৃণমূল পুরবোর্ডের ভবিষ্যত
 
এদিন সংখ্যালঘুদের সঙ্গে বৈঠকে বসেন সৌমেন মিত্র। রাজ্যে সংখ্যালঘুদের সিংহভাগ ভোটের উপরে রাশ তৃণমূলের। সেই ভোটব্যাঙ্কে ভাগ বসানোর চেষ্টা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দেশের বিভিন্ন রাজ্যেই সংখ্যালঘুদের সিংহভাগ ভোট যায় কংগ্রেসের ঝুলিতে। এরাজ্যেও সেই ভোটকে ফিরিয়ে আনতে চান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আর সে জন্য এদিন সংখ্যালঘুদের সঙ্গে বৈঠকে বসেন সোমেন মিত্র। বার্তা দিলেন, তৃণমূলকে ভোট দিয়ে কোনও লাভ নেই। সোমেন মিত্র বলেন, ''লড়াইটা নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর। মাঝে আর কোনও দল নেই। বাকি আরও কারও কথা ভাববেন না''।