সোনাগাছিতে কেয়ারটেকার খুনে নয়া তথ্য
সোনাগাছিতে কেয়ারটেকার খুনে নয়া তথ্য। উত্তরবঙ্গেই সম্ভবত আততায়ীরা গা ঢাকা দিয়ে রয়েছে। সেখানেই সম্ভবত রাখা হয়েছে নিখোঁজ দুই কিশোরীকে। এমনটাই অনুমান করছেন গোয়েন্দারা। নিহত কবিতা রায়ের মোবাইলের হদিশ নেই।
ওয়েব ডেস্ক: সোনাগাছিতে কেয়ারটেকার খুনে নয়া তথ্য। উত্তরবঙ্গেই সম্ভবত আততায়ীরা গা ঢাকা দিয়ে রয়েছে। সেখানেই সম্ভবত রাখা হয়েছে নিখোঁজ দুই কিশোরীকে। এমনটাই অনুমান করছেন গোয়েন্দারা। নিহত কবিতা রায়ের মোবাইলের হদিশ নেই।
গোয়েন্দাদের অনুমান আততায়ীদের হাতেই রয়েছে তাঁর মোবাইল। শেষ টাওয়ার লোকেশন মিলেছে উত্তরবঙ্গেই। সেই সূত্রে খোঁজ চলছে নিখোঁজ ২ কিশোরী ও আততায়ীদের। এদিকে, তদন্তে জানা গেছে, রাত সাড়ে আটটা নাগাদ কেয়ারটেকার কবিতা রায়কে খুন করে আততায়ীরা।
আরও পড়ুন- সোনাগাছি হত্যাকাণ্ড-একটি খুন, প্রশ্ন অনেক
তিন তলায় খুন হন কেয়ারটেকার কবিতা রায়। একতলা থেকে তিনতলায় পৌছতে, মেইন গেট সহ যে তিনটি দরজা পেরোতে হয় তার সবকটিরই তালা খোলা ছিল। কোনও তালাই ভাঙা ছিল না। এ থেকে প্রশ্ন উঠছে, তবে কি পরিচিত কাউকে দেখে গেট খুলে দেন কবিতাদেবী? সেই ব্যক্তিই ঘরে ঢুকে খুন করে তাঁকে?