ওয়েব ডেস্ক : ৮ই নভেম্বরের পর থেকে, সবার মুখে মুখে এখন একটাই কথা। একটাই ইস্যু। নোট। কেউ সিদ্ধান্তের পক্ষে। কেউ বিপক্ষে। সবমিলিয়ে বাজার গরম। জনমানসের ওপর যার প্রভাব এত, তা নিয়ে সুর তুলবে না একতারা! বোল বাঁধবেন না বাউলরা? তা আবার হয় নাকি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দেশের রাজনৈতিক মানের পতন হয়েছে : নরেন্দ্র মোদী


বাউল বোলে 'নোট'। গান বেঁধে তা কোনওদিনই লেখার চল নেই বাউল শিল্পীদের মধ্যে। তরুণ ক্ষ্যাপা ও তাঁর সঙ্গীরাও সেই দলে। আর গান যখন সাম্প্রতিক ইস্যুতে, তখন পয়লা নম্বরে তো থাকবেই নোট-বাতিল বিতর্ক।
ইতিমধ্যে বেশ কয়েকটি গান বেঁধে ফেলা হয়েছে এই ইস্যুতে। সবকটি বেশ জনপ্রিয়ও, শ্রোতাদের মধ্যে। গানের মধ্য দিয়ে শিল্পীদের বার্তা, যাদের কাছে কালো টাকা রয়েছে, তাঁরা এখন হাত ধুয়ে ফেলতে সেগুলি ফেলে  না দিয়ে, যেন অন্তত গরীব-দুঃখীদের তা দান করে দেন।