মমতাকে ফোনে উপনির্বাচনে জয়ের শুভেচ্ছা সনিয়ার
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন সনিয়া গান্ধী। বার্তা দিলেন, মোদী বিরোধী জোটে সামিল হওয়ার।
সুতপা সেন
গুজরাটে একশো আসন পেরোতে পারেনি বিজেপি। রাজস্থানে উপনির্বাচনেও ধরাশায়ী গেরুয়া শিবির। এই প্রেক্ষাপটেই নয়া উদ্যমে বিজেপি বিরোধী জোটের সলতে পাকাতে শুরু করে দিল কংগ্রেস হাইকম্যান্ড। বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন সনিয়া গান্ধী।
নোট বাতিল বা জিএসটি- বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে মোদীকে আটকাতে একজোট হতে চাইছে বিরোধীরা। এদিনই নয়াদিল্লিতে বৈঠকে বসেন বিরোধী দলের নেতারা। মমতা নিজেও একাধিকবার স্পষ্ট করেছেন, মোদী বিরোধী জোট নিয়ে আগ্রহী তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার সনিয়া গান্ধীরও। কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব ছেড়ে দিলেও সনিয়া এখনও ইউপিএ জোটের চেয়ারপার্সন। সেই সনিয়াই ফোন করলেন মমতাকে। নোয়াপাড়া ও উলুবেড়িয়ার জয়ের জন্যে মমতাকে অভিনন্দন জানান সনিয়া। রাজস্থানে কংগ্রেসের সাফল্যের জন্য সনিয়াকে শুভেচ্ছা দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- অসুস্থতার সুযোগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, বিস্ফোরক দিলীপ ঘোষ
নোয়াপাড়ায় কংগ্রেসের জেতা আসনেই উপনির্বাচনে তাদের জামানত জব্দ হয়েছে। উলুবেড়িয়াতেও তথৈবচ। তৃণমূলের বিরুদ্ধে ভোটে হিংসার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। রাজনৈতিক মহলের মতে, প্রদেশ কংগ্রেসের মতামত নিয়ে ভাবিত নয় হাইকম্যান্ড। দিল্লির মসনদে ফিরতে মমতার হাত ধরা যে কতটা প্রয়োজন তা বুঝতে পেরেছেন সনিয়া গান্ধী। অভিজ্ঞমহলের ধারণা, রাজনৈতিক দূরত্ব থাকলেও মমতার সঙ্গে সনিয়ার ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি। সৌজন্যের ফোনালাপে সেই ব্যক্তিগত সম্পর্কই আরও একবার ঝালিয়ে নিয়ে জোটবার্তাই দিলেন সনিয়া গান্ধী।