নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banjerjee) সোমবার দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তুমুল চর্চা। কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। 'মোদীর কাছে হাতজোড় করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী', এমন মন্তব্যও করেন বিজেপির রাজ্য সভাপতি। এদিকে দিল্লি গেলেন দিলীপ ঘোষও। তবে যাওয়ার আগে সরবও হলেন মুখ্যমন্ত্রীর সফর সূচী নিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী বলেছেন দিলীপ ঘোষ?


"সংসদে সেশন চলছে। গত সপ্তাহে বিরোধীরা সংসদেকিছু কাজ করতে দেয়নি বিরোধীরা ।আশা করবো এবারে তারা সহযোগিতা করবে যাতে সংসদীয় কাজ ঠিক মত চলে। বিল পাশ হয়। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা সম্ভব হয়। পশ্চিমবঙ্গে অনেক গুলো সমস্যা চলছে, হিংসা চলছে, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে ,ভুয়ো অফিসার নিয়ে মানুষ জেরবার। তাই এখান থেকে খানিকটা রিল্যাক্স করার জন্য দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী।"


আরও পড়ুন, শহরে ফের মরণোত্তর অঙ্গদান, হাওড়ার বাসিন্দার অঙ্গে জীবন বাঁচবে ৩ রোগীর


দিলীপ ঘোষের কথায়, "মোদীজির সঙ্গে দেখা করে উনি বলবেন যে বেতন দিতে পারছি না, মানুষের সেবা করতে পারছি না তাই সহযোগিতা করুন। না হলে তো আমার সরকার চলবে না। কংগ্রেসও খুব দুর্দশার মধ্যে আছে বিভিন্ন ঝামেলা নিয়ে। তারাও চাইছে ২৪ এর জন্য সেটিং শুরু করতে।"


পেগাসাস ইস্যু নিয়েও মুখ খোলেন দিলীপ। তিনি বলেন, "পেগাসাস কি খায় না মাথায় দেয় সাধারণ মানুষ জানেনা। কংগ্রেস এর আজকে এত দুর্দশা কেন জানেন সিপিআইএম এর হাত ধরেছিল তাই। এখন তৃণমূলের হাত ধরতে চাইছে। কমপক্ষে ওই ঘটনা থেকে তৃণমূলের শিক্ষা নেওয়া উচিত।" 


এদিকে দিলীপ ঘোষের মন্তব্যর পাল্টা দিয়েছেন সৌগত রায় (Sougata Roy)। বর্ষীয়ান নেতা বলেছেন, "উনি বারো পাস কি না জিজ্ঞেস করুন। এত লেখা পড়া শিখে চামচা গিরি ও দাসত্ব করে কাটালেন। এরকম শিক্ষাক ধিক্কার জানাই। যার কোনো মূল্যবোধ নাই,যার কোনো নৈতিকতা নাই কেবল লাঠি ঝাটা খেয়ে জীবন যাপন করা, এই শিক্ষা আমরা চাইনা।"


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)