সৌমিত্রর অবস্থার অবনতি হয়নি, সোমবার ট্রাকিওস্টোমি করার ভাবনা
হিমোগ্লোবিন পরিমাণ ঠিক রয়েছে। সংক্রমণের মাত্রাও রয়েছে নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করা হয়েছে। তবে কিডনির সমস্যা রয়েই গিয়েছে
তন্ময় প্রামাণিক
গত ২৪ ঘণ্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থায় কোনও অবনতি হয়নি। আবার উন্নতিও কিছু লক্ষ্য করা যায়নি। সবেমিলিয়ে অভিনেতার অবস্থা এখনও পর্যন্ত স্থিতিশীল। এমনটাই জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে।
আরও পড়ুন-লকডাউনের ক্ষতি পুষিয়ে মান্থলির মেয়াদ বাড়াচ্ছে রেল
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌমিত্রর শরীরের অধিকাংশ প্যারামিটার ভালোর দিকে। হিমোগ্লোবিন পরিমাণ ঠিক রয়েছে। সংক্রমণের মাত্রাও রয়েছে নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করা হয়েছে। তবে কিডনির সমস্যা রয়েই গিয়েছে। ফলে ডায়ালিসিসের কথা চিন্তাভাবনা করছেন চিকিত্সকেরা।
আরও পড়ুন-মোদী-নীতীশকে ধসিয়ে দিচ্ছেন তেজস্বী, চাণক্যর সমীক্ষায় NDA-র ভয়ঙ্কর হার
অন্যদিকে, সৌমিত্রর ট্রাকিওস্টোমি করার কথা ভাবছে মেডিক্যাল টিম। সোমবার প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থা খতিয়ে দেখে ট্রাকিওস্টোমি করা হবে। এমনটাই এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। ওই দিন প্লাজমা ফেরোসিস করার কথাও রয়েছে।