তন্ময় প্রামাণিক


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থায় উন্নতি তেমন কোনও লক্ষণ নেই।


গত ২৪ ঘণ্টায় অবস্থার কিছুটা অবনতিই হয়েছে। ফের ইন্টারন্যাল রক্তক্ষরণ হয়েছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নেমে গিয়েছিল। কমেছিল প্লেটলেটও। পরিস্থিতি সামাল দিতে একাধিক ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে। বর্তমানে হিমোগ্লোবিন ও প্লেটলেট নিয়ন্ত্রণ। তবে সবেমিলিয়ে এখনও সঙ্কটজনক সৌমিত্র। এমনটাই হাসপাতাল সূত্রে খবর।


আরও পড়ুন-করোনা আবহে বিক্রি তলানিতে, এর উপর বাজি বন্ধের মামলার খবর পেয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা


এখনও পর্যন্ত ২৫ দিন হাসপাতালে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ রবিবার পর্যন্ত গত ১১ দিন চিকিত্সায় সাড়া দিচ্ছে না তাঁর মস্তিষ্ক। রবিবার ফের ডায়ালিসিস করানোর কথা ভাবছেন চিকিত্সকরা। ইউরিনের মাত্রা ঠিকই রয়েছে। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক না হলেও এখনও নিয়ন্ত্রণেই রয়েছে।


এদিকে, আগেই মতো এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছে অভিনেতা। ফুসফুসের অবস্থা আগের মতোই। চিকিত্সকরা চেষ্টা করছেন, সংক্রমণ যাত আর না ছড়ায়।