নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার কোনও উন্নতি হল না। বিকেলের মেডিক্যাল বুলেটিনে জানানো হল, কিডনি ঠিকমতো কাজ করছে না। বেড়ে চলেছে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। কিডনি বিশেষজ্ঞের পরামর্শ, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌমিত্র চট্টোপাধ্যায়কে গতকাল রাত থেকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সম্পূর্ণ ভেন্টিলেশনে রেখেই অক্সিজেন ওঠা-নামা ৯৫ শতাংশ। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে তাঁর। তার চিকিৎসার চেষ্টা করা হচ্ছে।  


মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯-এর কাছাকাছি। গতকালের তুলনায় স্থিতিশীল ব্লাড কাউন্ট। ফের আজ ব্লাড ট্রান্সফিউশন চলছে। জিআই ব্লিডিং আপাতত বন্ধ করা গিয়েছে। সবমিলিয়ে অতিসংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। কর্তৃপক্ষের দাবি, হিমোডায়ানামিকালি স্টেবল।


আরও পড়ুন- ২ নভেম্বর থেকেই অক্সফোর্ডের করোনা টিকা, হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ