নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিল্লিতে। বুধবার সকালে আচমকা রাজধানীতে চলে যান অর্জুন সিং, নিশীথ প্রামাণিক ও সৌমিত্র খাঁ। তবে তাঁরা কেন রাজধানীতে গিয়েছেন, সে নিয়ে অন্ধকারে রাজ্য নেতারা। রাজ্য বিজেপি সূত্রের খবর, সকলেই জানিয়ে গিয়েছেন। তবে নির্দিষ্ট কারণ দেখাননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দিল্লি গিয়ে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছেন তিনি। তবে তাঁর দিল্লি সফরের ব্যাপারে জানেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি নিজেই বলেছিলেন,''শুভেন্দু কেন দিল্লিতে গিয়েছেন সেটা দিল্লির নেতারাই বলতে পারবেন।'' তার পর বুধবার সকালে দিল্লির পথে রওনা দেন অর্জুন, নিশীথ ও সৌমিত্র। রাজ্য বিজেপি সূত্রে খবর, শুভেন্দুর (Suvendu Adhikari) ডাকেই দিল্লি উড়ে গিয়েছেন ৩ জন সাংসদ। এ দিন দুপুরে সৌমিত্রর দিল্লির বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করেন দুই বিজেপি সাংসদ। দিল্লিতে থাকলেও নিশীথ প্রামাণিক হাজির হননি। তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে শুভেন্দুর। শিশিরপুত্রের বক্তব্য,''আমি আছি, ওঁরা এসেছেন। এটা সৌজন্য সাক্ষাৎ।'' কিন্তু বাংলা থাকতে দিল্লিতে বৈঠক কেন? বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ব্যাখ্যা, ''দিল্লিতে আলোচনা করা যাবে না, বাংলায় করতে হবে, এমন কোনও নিয়ম আছে নাকি!''


রাজ্য বিজেপি সূত্রের খবর, সাংসদদের দিল্লি থেকে কেউ ডাকেননি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও কোনও কথা হয়নি তাঁদের। তবে সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসুরা জানতেন যে তাঁরা দিল্লি যাচ্ছেন। কিন্তু সফরের নির্দিষ্ট কারণ জানিয়ে যাননি। অস্বস্তি ঢাকতে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সাফাই,''ব্যক্তিগত বিষয় থাকতে পারে। অস্বাভাবিক কিছুই নেই। তাঁরা সকলেই সাংসদ। দিল্লিতে কাজ তো থাকতে পারে। সৌমিত্র আমায় বলে গিয়েছেন।'' 


রাজ্য বিজেপি নেতারা এই সফরের ব্যাপারে জানেন না। এমনকি দিলীপ ঘোষও অবগত নন। এনিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,''অমিতাভ চক্রবর্তীকে বলেছি। এটা আমার ইচ্ছায় হয় না। কালকের মিটিংয়ে আমিও একটা অংশ। দিলীপ ঘোষ যা বলেছেন, সেই নির্দেশ পালন করব। দিলীপদার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।'' 


মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন 'অধুনা বিক্ষুব্ধ' তথাগত রায়। ফলে একসঙ্গে এত জনের দিল্লিতে থাকা নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 


আরও পড়ুন- রাজ্যে ৩৫৬-র চেয়ে খারাপ অবস্থা: Suvendu; ক্ষমতা থাকলে করে নিক, পাল্টা Abhishek-র


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)