নিজস্ব প্রতিবেদন:  ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর,  অ্যাঞ্জিওপ্লাস্টির পর রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। সকালে রক্তচাপ ও পালস রেট রিপোর্ট স্বাভাবিক। অক্সিজেনের মাত্রা ৯৯ ও ১০০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। গতকাল রাতে  ডাক্তার ও নার্সদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে রুটিন ইসিজি করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যে হাসপাতালে এসে পৌঁছেছেন সানা গঙ্গোপাধ্যায়। রাতে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। রাতে ডোনা ও মেয়ে সানা দুজনেই হাসপাতালে ছিলেন। হাসাপাতালেই তাদের থাকার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে।  রাতে সৌরভ চিকেন স্টু,টোস্ট আর ফল খেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল। আইসিসিইউ ২-তে রয়েছেন সৌরভ  গঙ্গোপাধ্যায়। সানা জানিয়েছেন তাঁর বাবা ভাল আছেন। 


প্রসঙ্গত, বাড়িতে জিম করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন মহারাজ। ব্ল্যাক আউট হয়ে যায়। তারপরই দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।