নিজস্ব প্রতিবেদন: প্রায় ঘণ্টাদু'য়েকের বৈঠক সেরে রাজভবন থেকে বেরিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁর সাক্ষাৎকার নিয়ে কোনও রকম 'স্পেকুলেশন' করতে নিষেধ করলেন সৌরভ গাঙ্গুলি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সন্ধেবেলায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।


এই সাক্ষাৎকার নিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'রাজ্যপাল কখনও ইডেন গার্ডেন্স দেখেননি। পরের সপ্তাহে ওঁকে ইডেনে নিয়ে যাব।' তিনি আরও জানান, রাজ্যপালের সঙ্গে তাঁর অন্যত্র দেখা হয়েছে, কিন্তু তিনি কখনও রাজভবনে আসেননি। একেবারেই সৌজন্য সাক্ষাৎ এটি। পরে এক প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, রাজ্য়পালের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ নিয়ে যেন কোনও জল্পনা না করা হয়। 



Also Read: রাজ্যপালের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ', রাজভবনে Sourav Ganguly