Dilip Ghosh: রাজ্যে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, মুখ খুললেন দিলীপ ঘোষ
Dilip Ghosh: যাদবপুরে সিসিটিভি বসানো নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, অবশেষে যাদবপুরে সিসিটিভি বসছে। এত টালবাহানার পর সেই তো সিসিটিভি লাগানো হল। একটা প্রাণ চলে গেল।
অয়ন ঘোষাল: বাংলায় ইস্পাত কারখানা গড়বেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছেন তিনি। স্পেনে গিয়ে ওই ঘোষণা করেন সৌরভ। এনিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণকালে দিলীপবাবু বলেন, সৌরভ গাঙ্গুলি তো এখানেই থাকেন। উনি তো স্পেনে থাকেন না। উনি এখানে বিনিয়োগ করবেন, এটা বলতে এত বছর লাগল কেন? তাহলে কি ভরসা পাচ্ছিলেন না? এখানে শিল্প গড়বেন সেটা স্পেনে গিয়ে ঘোষণা করতে হচ্ছে কেন? এখানে হলে তো আরও ভালো প্রচার পাওয়া যেত। আপনারা মিডিয়ায় দেখাতেন। বিশ্বাস নেই। হিম্মত নেই। এরকম স্বপ্ন আগেও দেখেছি। বাস্তবে কিছু নেই।
আরও পড়ুন-ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়, উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘূর্ণিঝড়ের আশঙ্কাও!
রাজ্যের বাণিজ সম্মেলনকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, বেঙ্গল বিজনেস সামিটে সেই এক মুখ প্রতি বছর। শুরু হোক। যাওয়ার আগে কিছু একটা অন্ততঃ ভালো করে যান। উপহার আবার কি? পুজোর আগে এটা কি শাড়ি জামা উপহার? লুলু গোষ্ঠী নতুন নয়। আগেও ছিল। এখানে আইন শৃঙ্খলা নেই। নেতাদের অত্যাচারে কারখানা বন্ধ হয়ে যায়। সেখানে কে এসে পয়সা নষ্ট করবে?
রাজ্যপালকে শিক্ষামন্ত্রীর সাদা হাতি বলা নিয়ে দিলীপ বলেন, ওঁর পূর্বপুরুষরাও এরকম অনেক কথা বলে এসেছেন। অপকর্মতে বাধা দিলে এরা কোনো রাজ্যপালকেই ছাড়ে না। চোদ্দ পুরুষ উদ্ধার করে দেয়। সিপিএম একই কাজ করত। সেই পার্টিকে মানুষ তুলে দিল। এদের জন্যও সেই একই জিনিষ অপেক্ষা করছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিশানা করে দিলীপবাবু বলেন, উনি জানেন শিক্ষামন্ত্রীর ভবিষ্যত কি এবং শেষে কোথায় যেতে হয়। উনি যেন সেই পথে না যান। উনি যেমন অপ্রেন্টিস নয়, রাজ্যপালও তা নন। ওনার মতো অনেক মন্ত্রীকে চরিয়ে রাজ্যপাল এখানে এসেছেন।উনি অনেক রাজ্যের মুখ্যসচিব ছিলেন। কেন্দ্রের বড় বড় দায়িত্ব সামলেছেন।তাকে যেভাবে ওরা আন্ডার এস্টিমেট করেছিল, এখন তার ফল ভুগতে হচ্ছে। পিছনের দরজা দিয়ে, আইন না মেনে কাজ করতে চাইলে গন্ডগোল তো হবেই।
যাদবপুরে সিসিটিভি বসানো নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, অবশেষে যাদবপুরে সিসিটিভি বসছে। এই সরকার নতুন কিছু করতে চায় না। রিস্ক নেয় না। মনে আছে কলেজে ভর্তির অনলাইন ফর্ম নিয়ে একই জিনিষ হয়েছিল। এত টালবাহানার পর সেই তো সিসিটিভি লাগানো হল। একটা প্রাণ চলে গেল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)