নিজস্ব প্রতিবেদন: ইলেকট্রনিক ইন্টারলকিং ও থার্ড লাইনের কাজের জন্যে খড়গপুর শাখায় বেশকিছু ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ২১ মে ও ২২ মে ওই শাখায় বাতিল করা হল আপ ও ডাউনের ৩০টি করে ট্রেন। এদের মধ্যে এক্সপ্রেস ট্রেনও রয়েছে। ওই সময় রেল কাজ করবে খড়গপুর ও হিজলির মধ্যে থার্ড লাইনে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে জগন্নাথ এক্সপ্রেস, ইস্টকোস্ট এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, যশবন্তপুর দূরন্ত এক্সপ্রেসের মতো ট্রেন। এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল।


দেখে নিন বাতিল ট্রেনের তালিকা


১. সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস (আপ-ডাউন ২২মে)
২. হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস(আপ-ডাউন ২২ মে)
৩. হাওড়া-সেকেন্দ্রবাদ ফালুকনামা এক্সপ্রেস(আপ ২২ মে, ডাউন ২১ মে)



৪. শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস(আপ-২২ মে)


৫. যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস(ডাউন ২১ মে)


৬. হাওড়া-যশবন্তুপুর দূরন্ত(আপ ২২মে)



৭. ধৌলি এক্সপ্রেস (ডাউন ২২ মে)
৮. ইস্টকোস্ট এক্সপ্রেস(আপ ২২ মে)
৯. যশবন্তুপর-হাওড়া দূরন্ত(ডাউন ২৪মে)



১০. হাওড়া-রাঁচি(আপ ২২ মে)
১১. হায়দরাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেস(ডাউন ২১ মে)
১২. হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী(আর ২২মে)


 আরও পড়ুন-EXCLUSIVE: অপমানিত ঋদ্ধিমান! খেলবেন না বাংলার হয়ে, চাইলেন ছাড়পত্র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)