Sovan chatterjee: `অভিমানের প্রাচীর ভেঙেছে`! ২১ জুলাইয়ের মঞ্চেই কি তৃণমূলে ফিরছেন শোভন?
আচমকাই নবান্নে শোভন-বৈশাখী। চোদ্দোতলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। `মমতাদির চিন্তাভাবনা, ইচ্ছা বাস্তবায়িত করাটাই আমার কর্তব্য`, বললেন শোভন।
মৌপিয়া নন্দী: জোড়া ফুলে কানন? ২১ জুলাইয়ের মঞ্চেই কি কামব্যাক? নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শোভন-বৈশাখী। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
লোকসভা ভোট তখন দোরগোড়ায়। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না একেবারেই। ফলে সেভাবে সক্রিয় ছিলেন না তাঁরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে ছিল যে, শোভন ফের তৃণমূলের ফিরতে পারেন বলে শোনা গিয়েছিল। কিন্তু PK-র আপত্তিতেই আর পুরনো দলে ফিরতে পারেননি বলে সূত্রের খবর।
একুশের বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় বিজেপির পর্যবেক্ষক হন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), আর সহ-পর্যবেক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। কিন্তু প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের কারণে শেষপর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান শোভন। প্রায় একবছরেরও সময় ধরে কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ নেই তাঁর। এদিন আচমকাই নবান্নে হাজির হন শোভন-বৈশাখী। চোদ্দোতলায় মুখ্যমন্ত্রীর ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দু'জনেই। কেন? সূত্রের খবর, ২১ জুলাইয়ের মঞ্চেই ফের তৃণমূলের ফিরতে পারেন শোভন। সঙ্গে বৈশাখীও।
আরও পড়ুন: Mamata Banerjee: ৩ দিনের সফরে দুই বর্ধমানে মুখ্যমন্ত্রী, আসানসোলেও জনসভা
নবান্ন থেকে বেরিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'মমতাদির চিন্তাভাবনা, ইচ্ছা বাস্তবায়িত করাটাই আমার কর্তব্য বলে মনে করি'। আর বৈশাখীর মন্তব্য, 'রাজনৈতিক আলোচনা হয়েছে। ভাই-দিদির কথা শুনছিলাম। আগামি দিনে সময় কথা বলবে। আমি মনে করি, শোভনের রাজনীতিতে অনেক কিছু দেওয়ার আছে। অভিমানের প্রাচীর ভেঙেছে'।
কী বলছেন রত্না চট্টোপাধ্যায়? জি ২৪ ঘণ্টাকে তিনি বললেন, 'তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। আমার কোনও সমস্য়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে অনেক কিছু তো বলেছিল। মানুষ তো ভুলে যায় না। যদি সেগুলি ভুলে গিয়ে বলে, আমরা ভুল করেছি। তৃণমূলে ফিরতে চায়। তাহলে ফিরবেন। আমার কোনও আপত্তি নেই। মমতা বন্দ্য়োপাধ্যায় জায়গা দিয়েছেন, সে জায়গাটা কাজ করছি'।