সমস্ত সম্পত্তির `মালকিন` Baishaki,দুঃসময়ে পাশে থাকা বান্ধবীকে লিখে দিলেন Sovan
ফেসবুকে নিজের নামের সঙ্গে শোভনকে জুড়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় (Baishaki Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেওয়ার কথা ঘোষণা করলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তাঁর অবর্তমানে নয়, বরং এখন থেকেই সম্পত্তির 'মালকিন' বৈশাখী (Baishaki Banerjee)।
দীর্ঘদিন ধরেই গোলপার্কের ফ্ল্যাটে এক ছাদের তলায় থাকছেন শোভন-বৈশাখী। 'জলেস্থলে' সর্বত্রই তাঁরা রংমিলান্তি জুটি। এই সম্পর্ককে 'বন্ধুত্ব' নাম দিয়েছেন তাঁরা। শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় অবশ্য বারেবারে 'অবৈধ' আখ্যা দিয়েছেন। প্রথমে তৃণমূল, পরে বিজেপির সঙ্গে শোভনের বিচ্ছেদের জন্য বৈশাখীকে (Baishaki Banerjee) কাঠগড়ায় তুলেছেন রত্না। খাতায়কলমে এখনও তিনি শোভনের স্ত্রী। বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এসবের মধ্যেই বুধবার শোভন জানিয়ে দিলেন,''আমার স্থাবর অস্থাবর সম্পত্তির সব কিছু লিখে দিয়েছি বৈশাখীকে (Baishaki Banerjee)। আমার অবর্তমানে নয়, এখন থেকেই সবকিছুই বৈশাখীর।''
তাঁর দুই সন্তান থাকতে বান্ধবীকে সম্পত্তি? শোভনের বক্তব্য,''দুঃসময়ে আমার পাশে ছিল বৈশাখী (Baishaki Banerjee)। আমার সবকিছুই ওঁর। এই সম্পর্ককে মর্যাদা দিতে চাই।''
এ দিনই ফেসবুকে নিজের নামের সঙ্গে শোভনকে জুড়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় (Baishaki Banerjee)। তাঁর প্রোফাইলের নাম হয়েছে 'বৈশাখী শোভন ব্যানার্জি' (Baishaki Sovan Banerjee)।' যুগলের ছবিতে তিনি লিখেছেন,'আমি থেকে আমরার পথে যাত্রা শুরু।'
অন্যদিকে, গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য বুধবার শোভনকে নোটিস পাঠিয়েছে তাঁর শ্বশুরবাড়ি। ২০১৭ সালে বেহালার বাড়ি ছেড়ে গোলপার্কে বহুতলের ফ্ল্যাটে উঠে আসেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেখানেই তাঁর 'ঘর'। ওই ফ্ল্যাটটির মালিক রত্নার দাদা দেবাশিস দাস। তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সেটি খালি করার জন্য ফের আইনি নোটিস পাঠিয়েছেন শোভনের শ্বশুর দুলাল দাসের ছোট ছেলে শুভাশিস। নোটিসে বলা হয়েছে,'ফ্ল্যাট ভাড়া সংক্রান্ত কোনও চুক্তিও নেই। অবিলম্বে সেটি খালি করে দেওয়া হোক।'
আরও পড়ুন- ISF, Congress রেখেই বাম শরিকদের ঐক্যে জোর আলিমুদ্দিনের