নিজস্ব প্রতিবেদন: দলনেত্রীর জন্য ভবানীপুর আসনটি ছাড়লেন বলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। তবে এখনও কৃষিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। শুক্রবার দুপুরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন শোভনদেব।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোভনদেব (Sovandeb Chattopadhyay) এ দিন বলেন,''মুখ্যমন্ত্রীকে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে। এই পরিস্থিতিতে তাঁর কেন্দ্র থেকে আমি জিতেছিলাম। মমতা বন্দ্যোপাাধ্যায়ের থাকাটা আমাদের ও দলের অস্তিত্বের প্রশ্ন। সেই প্রশ্নটা যখন এসেছে আমি ঠিক করলাম, আমি পদত্যাগ করি। উনি দাঁড়ান জিতুন ও মুখ্যমন্ত্রী থাকুন।''


আপনি কি রাজ্যসভার সাংসদ হচ্ছেন? শোভনদেবের (Sovandeb Chattopadhyay) কথায়,''রাজ্যসভা নিয়ে এখনই বলতে পারব না। নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আমার কী ব্যবস্থা হবে উনি ঠিক করে দেবেন। এখনও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে বলেননি। আইনত করতে বললে করব। দলের নির্দেশ আমি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছি।''


নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ছেড়ে যাওয়া ভবানীপুর আসনে শোভনদেব চট্টোপাধ্যায়কে টিকিট দেয় তৃণমূল। ভবানীপুরে শোভনদেব জিতলেও নন্দীগ্রামে হারেন তৃণমূল নেত্রী। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রিত্বের শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। শোভনদেবের কথাতেই স্পষ্ট, পুরনো কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হবেন মমতা। 


আরও পড়ুন- মদন মিত্রের শারীরিক অবস্থা উদ্বেগজনক, কড়া নজর রাখছেন চিকিত্সকরা