পঞ্চায়েত নির্বাচনে ফের সক্রিয় শোভন
রবিবারই সুব্রত বক্সির সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকবারের মতই এবারও সক্রিয় থাকবেন তিনি।
কমলিকা সেনগুপ্ত : জল্পনার অবসান। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফের স্বমহিমায় শোভন। দলের কাজে ফের মূল স্রোতে ফিরলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফের স্বমহিমাতেই দেখা যাবে শোভনকে। রবিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকবারের মতই এবারও সক্রিয় থাকবেন তিনি। দলের সঙ্গে তাঁর যে দূরত্ব তৈরি হয়েছিল তা মিটমাট করে পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করে এগোবেন শোভন।
আরও পড়ুন- পঞ্চায়েতে বিজেপিকে রুখতে উন্নয়ন অস্ত্র তৃণমূলের
গত দু'তিন মাস ধরেই দলের সঙ্গে একটা টানাপোড়েন চলছিল তাঁর। দলের কোর কমিটির বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি। গার্ডেন রিচে পাম্প বিভ্রাট হোক কিংবা দক্ষিণ ২৪ পরগনার দলীয় বৈঠক -সবক্ষেত্রেই চেনা ফর্মে যে তিনি ফিরতে শুরু করেছেন তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।আর পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই সু্ব্রত বক্সির সঙ্গে বৈঠক এবং পঞ্চায়েতে পুরোনো ভূমিকাতেই তাঁকে যে দেখা যাবে তা স্পষ্ট।
আরও পড়ুন - পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩ লক্ষ কর্মী চাইল কমিশন