নিজস্ব প্রতিবেদন: সারদা, রোজভ্যালি, নারদ তদন্তে বিশেষ তত্পর সিবিআই। দুর্নীতি-তদন্তে এই প্রথম শহরে আসছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। জরুরি তলব করা হয়েছে সারদা, রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী অফিসারদের। বুধবার নিজাম প্যালেসে তাঁদের সঙ্গে কথা বলবেন আস্থানা। তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে সিবিআই সূত্রে খবর।


উল্লেখ্য, নারদ কাণ্ডে ম্যাথু স্যামুয়েলের আই ফোনের পাসওয়ার্ড জানাতে অশ্বীকার করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে ভারতের পররাষ্ট্রমন্ত্রেকের মাধ্যমে অ্যাপেল কর্তৃপক্ষেক কাছে এই অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু, অ্যাপেল জানিয়ে দেয়,  গ্রহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা তাঁদের ব্যবসায়িক নীতি বিরুদ্ধ। তবে তারা জানিয়ে দেয়, ম্যাথুর করা স্টিং অপারেশনটি iPhone 4s-এ শ্যুট করা হয়েছিল। মনে করা হচ্ছে, অ্যাপেলের এমন অবস্থানে নারদ নিউজের ওই ফুটেজগুলি সত্য কি না, তা পরীক্ষার আর কোনও রাস্তা রইল না সিবিএই-এর কাছে।