শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কালীপুজোয় স্পেশাল মেট্রো। যাঁরা দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটে যেতে চান, তাঁদের জন্য থাকবে বিশেষ পরিষেবা। ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Paschim Bardhaman: ঘরে-উঠানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ৩টি দেহ, পানাগড়ে হাড়হিম হত্যাকাণ্ড!


পুজোর সময়ে ভিড় থাকে রাস্তা, আর কালীপুজোর রাতে কালীঘাট-দক্ষিণেশ্বরে। পঞ্চমী থেকে বিজয়া দশমী। এবছর দুর্গাপুজোয় সর্বকালীন রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো।  ২ জোন মিলিয়ে মেট্রোয় যাত্রীসংখ্যা ছিল ৪১ লক্ষ ৬৫ হাজার। আর মাত্র ১ দিন। ১২ নভেম্বর, রবিবার কালীপুজো।


এদিন মেট্রো রেলের তরফে এক বিবৃতি জানানো হয়েছে, কালীপুজোর দিন রাত ১০টায় কবি সুভাষ থেকে একটি মেট্রো ছাড়বে। সেই ট্রেনটি দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১১টা ৩ মিনিটে। আবার ফিরতি পথে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে রাত ১০টায়, কবি সুভাষ স্টেশনে পৌঁছবে ১১টা ১ মিনিটে।  সেদিন সকাল ৯টা থেকে রাত ১১টা ৩ মিনিট পর্যন্ত মিলবে পরিষেবা। চলবে ১৩২টি মেট্রো।


প্রথম মেট্রো
-----
সকাল ৯টায়, দমদম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, দমদম থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনওও পরিবর্তন নেই)


শেষ মেট্রো
-----
রাত্রি ১০টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (৯টা ২৮ মিনিটের পরিবর্তে)
রাত্রি ১০টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (৯টা ২৭ মিনিটের পরিবর্তে)


এবছর কালীপুজো রবিবার। ফলে সেদিন গ্রিন ও পার্পল লাইনে যথারীতি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।


আরও পড়ুন:  State Government Employees: ডিএ নেই তো কী? ছুটিতেই মালামাল সরকারি কর্মীরা



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)