নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে ১৯৬৭ সাল থেকে চলে আসা রীতি ভেঙেছেন স্পিকার। গোটা বিষয়টি নিয়ে আগামিকাল থেকে দেশজুড়ে প্রচার চালানোর ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন রাজ্যপালের কাছে স্মারকলিপিও দেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে তার প্রতিলিপি পাঠানো হচ্ছে বলে জানান বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জবাব দেন,'জানাক না। ভালো হবে তো।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন,'এর প্রতিলিপি রাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষর কাছে পৌঁছে দেব। আর আগামিকাল থেকে ভারতের প্রতিটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লিডার অব হাউসের নেতা, বিরোধী দলনেতা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কাছে পাঠাব।' শুভেন্দুর বক্তব্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) প্রতিক্রিয়া,'করুক না অভিযোগ। রাষ্ট্রপতির দৃষ্টিভঙ্গি জানতে চাই। এখনও লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচিত হননি। সেটা নিয়ে বলুন না আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত করুন। ওসব বলে কিছু হবে না। যা করেছি আইনের মধ্যে। আইনের বাইরে একচুলও যাইনি। আইন না জেনেই বলছেন।' 


তৃণমূলে যোগদানের পরও কীভাবে মুকুল রায়কে (Mukul Roy) স্পিকার বিজেপি বিধায়ক বলে উল্লেখ করছেন, সেই প্রশ্ন করেন শুভেন্দু। এ ব্যাপারে বিমান বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানান,'এটা বিচারাধীন। কিছু বলব না।'


আরও পড়ুন- সাত দিন প্রচারের সময় দিয়ে হোক উপনির্বাচন, দিল্লির নির্বাচন কমিশনে যাচ্ছে TMC


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)