সাত দিন প্রচারের সময় দিয়ে হোক উপনির্বাচন, দিল্লির নির্বাচন কমিশনে যাচ্ছে TMC

বৃহস্পতিবার তৃণমূলের ৬ সদস্যের দল যাচ্ছে নির্বাচন কমিশনে (Election Commission)। 

Updated By: Jul 13, 2021, 09:10 PM IST
সাত দিন প্রচারের সময় দিয়ে হোক উপনির্বাচন, দিল্লির নির্বাচন কমিশনে যাচ্ছে TMC

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শীঘ্র উপনির্বাচনের পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার বাংলায় ৭ কেন্দ্রে উপনির্বাচনের দাবিতে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। 

 

বৃহস্পতিবার তৃণমূলের ৬ সদস্যের দল যাচ্ছে নির্বাচন কমিশনে (Election Commission)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধিরা। তাতে রয়েছেন সুখেন্দুশেখর রায়, ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, কমিশনকে বলা হবে, রাজ্যের করোনা পরিস্থিতি আয়ত্তে আসায় প্রচারের জন্য ৭ দিন সময় দিয়ে উপনির্বাচন করা হোক। এ দিন সুখেন্দুশেখর বলেন,'রাজ্যে করোনা নেই বললেই চলে। এটাই উপনির্বাচনের উপযুক্ত সময়। নির্বাচন কমিশন বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিলে রাজ্যের মানুষ স্বাগত জানাবে। বিশেষ করে সেই ৭টি বিধানসভা কেন্দ্রের মানুষ, যাঁরা এখনও তাঁদের প্রতিনিধিদের বিধানসভায় পাঠাতে পারেননি।'

 

প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোটগ্রহণ হয়নি। পরে করোনা পরিস্থিতিতে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। ভবানীপুর কেন্দ্রে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। কারণ ভবানীপুরে মমতা (Mamata Banerjee) প্রার্থী হতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর। নন্দীগ্রামে হারায় ৬ মাস অর্থাৎ ৫ নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত। কারণ কোভিড পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ৭ দিন প্রচারের সময় দিয়ে করতে পারে। তৃতীয় ঢেউ এলে আর করা যাবে না।'

আরও পড়ুন- আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের রেজাল্ট; ওয়েবসাইট, অ্যাপ, এসএমএসে জানা যাবে ফল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
       

 

.